প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে দুই তরুণী দলবদ্ধ ধর্ষণের ঘটনায় কবির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ একে ফজলুল হক।
জানা য়ায়,গত সোমবার রাতে নাঙ্গলকোট থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণীদের একজন। এতে ওই প্রেমিকসহ সাতজনকে আসামি করা হয়েছে। ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন নুরপুর গ্রামের সেবাখোলা বাজার খোকন মিয়ার স’মিল ঘরের ভেতরে এ ধর্ষণের ঘটনা ঘটে।
মামলার ৬ নম্বর আসামী উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন নুরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে কবির হোসেন (২২)কে বাঙ্গড্ডা এলাকা থেকে বুধবার দুপুর আটক করে নাঙ্গলকোট থানা পুলিশ।
এছাড়াও মামলায় অন্য আসামীরা হলেন বাঙ্গড্ডা ইউনিয়ন নুরপুর গ্রামের শহীদুল ইসলাম, করের ভোমরা গ্রামের আলী মিয়ার ছেলে স’মিল মালিক খোকন মিয়া, নুরপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে ইউনিয়ন যুবদল নেতা মো. মহসিন, একই গ্রামের খোকন মিয়ার ছেলে মোজাম্মেল,বাঙ্গড্ডা গ্রামের জহির উদ্দিনের ছেলে রানা,একই গ্রামের মৃত মাষ্টার আবুল বাশারের ছেলে সাজ্জাদ হোসেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার দুই তরুণী পরস্পরের বান্ধবী। একজনের বাড়ি লক্ষ্মীপুর,অপর জনের বাড়ি চাঁদপুর। কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার একটি বাসায় তাঁরা ভাড়া থাকেন এবং গৃহকর্মীর কাজ করেন। নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির নুরপুর গ্রামের শহীদুল ইসলামের সঙ্গে তাঁদের একজনের মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৯ জানুয়ারি তাঁরা শহীদুলের সঙ্গে দেখা করতে আসেন। প্রেমিক শহীদুল ও যুবদল নেতা মহসিন, স’মিল মালিক খোকন মিয়া তাঁদের দুজনকে তুলে নিয়ে সেবাখোলা বাজারে খোকন মিয়ার স’মিলে নিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা, দুইটি মোবাইল ফোন ও গলায় থাকা একটি রুপার চেইন নিয়ে যায় এবং প্রেমিক শহীদুল, যুবদল নেতা মহসিন ও স’মিল মালিক খোকনের নেতৃত্বে ৭জন মিলে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলবদ্ধভাবে তাঁদের ধর্ষণ করা হয়। এ ঘটনার ভিডিও ধারণ করে রাখেন তারা। বিষয়টি কাউকে জানালে ভিডিও স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক বলেন, বাঙ্গড্ডা এলাকা থেকে কবির হোসেন কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech