বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষক, কর্মচারী নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষক, কর্মচারী নিয়োগে অনিয়ম দুর্নীতির অভিযোগ

নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষক , কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলার শুভপুর গ্রামের আব্দুল্লাহ, ছনুয়া গ্রামের জসিম উদ্দিন, সেনবাগ উপজেলার মইশাই গ্রামের সাইফুল ইসলাম, প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সামছুল হক ২৮ ফেব্রুয়ারী চাকুরী থেকে অবসর গ্রহণ করার কথা থাকলেও তিনি অবসরে যাওয়ার পূর্বে তড়িঘড়ি করে ভাইস প্রিন্সিপাল, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী ও আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এই ৪টি পদে লাখ লাখ টাকা উৎকোচের বিনিময়ে শিক্ষক কর্মচারী নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। যার ফলে কয়েকজন চাকুরী প্রার্থী নিয়োগ স্থগিত সহ স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠানের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে। ভাইস প্রিন্সিপাল পদে উপজেলার মেরকট মাদ্রাসার সহ সুপার আব্দুল হান্নান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে মনির হোসেন, হিসাব সহকারী আব্দুর রহিম পলাশ, আয়া পদে জোহরা আক্তারকে আগে থেকে নিয়োগের জন্য নির্ধারিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যেখানে প্রায় ৪ পদে বহু প্রার্থী আবেদন করেছে। এ ব্যপারে অধ্যক্ষ সামছুল হক বলেন নিয়োগের ব্যাপারে কাহারো থেকে কোনো টাকা পয়সা নেয়া হয় নাই । কেউ নিয়ে থাকলে আমি সেটা অবগত নই। মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি মাসুদ এর সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন বলেন, আমি নিয়োগ কমিটির সাথে সম্পৃক্ত নই।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ