নাঙ্গলকোট মাস্টার লাইব্রেরীর প্রতিষ্ঠাতা মাস্টার সিরাজউদ্দৌলা

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩

নাঙ্গলকোট মাস্টার লাইব্রেরীর প্রতিষ্ঠাতা মাস্টার সিরাজউদ্দৌলা

আজিম উল্যাহ হানিফ-
১৯৪৬ সালের ৭ ডিসেম্বর কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল গ্রামের (সাবেক নাঙ্গলকোট পৌরসভা) পদুয়ারপাড় জন্মগ্রহণ করেন মাস্টার মো: সিরাজ উদ্দৌলা। পিতা-মুন্সী চাঁন মিয়া, মাতা-করবুলের নেছা বেগম। ৬ বোন ১ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। ১৯৬৪ সালে নাঙ্গলকোট আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পাশ করেন। এসএসসি পাশ করলেই চাকরি পেয়ে যান লক্ষনপুর ইউনিয়নের চানঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই বছরই নাঙ্গলকোট পৌরসভার হরিপুর হাজী বাড়ি হাজী সুরুজ মিয়ার দ্বিতীয় কন্যা মনোয়ারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চাকুরীতে প্রবেশ করেই বিবাহিত জীবনেই তিনি এইচএসসি পাশ করেন লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে ১৯৭২ সালে। দাম্পত্য জীবনে ৭ ছেলে ১ মেয়ের জনক তিনি। ১ম ছেলে সামছুদ্দিন স্বপন রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ম্যানেজার পদে আছেন। ২য় ছেলে মনির উদ্দিন মানিক চট্টগ্রাম বাখরাবাদ গ্যাসের কন্টাক্টর হিসেবে আছেন। তৃতীয় ছেলে মিজানুর রহমান মিজান বাবার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান ‘মাস্টার লাইব্রেরী’র ঐতিহ্য রক্ষা করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ৪র্থ ছেলে মাইন উদ্দিন লিটন পোর্ট ল্যান্ড গ্রুপ’র ম্যানেজার পদে আছেন। ৫ম ছেলে সালাহ উদ্দিন খোকন সাউথ আফ্রিকা প্রবাসী। ৬ষ্ঠ ছেলে নাছির উদ্দিন শাহীন নাঙ্গলকোট বাজার ব্যাংক রোডে মাস্টার ইলেক্ট্রনিকস ব্যবসা করছেন। ৭ম ছেলে মোসলেহ উদ্দিন নয়ন সাউথ আফ্রিকা প্রবাসী।
কর্মজীবনে স্যার-চানঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শুরু করে ভাতড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবিত্রা বাজার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টি সাহেববাড়ী তুলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় দায়িত্ব পালন করেন। তিনি প্রধান হিসেবেই অবসরগ্রহণ করেন।
আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন। ৭৭ বছর বয়সেও স্যার মোটামুটি সুস্থ আছেন। তিনি বড় হজ¦ পালন করেছেন ২ বার, ওমরাহ হজ¦ পালন করেছেন ২ বার। তিনি জানিয়েছেন ‘কবুল করার মালিক আল্লাহ।’ প্রচার বিমুখ এই স্যার সবার দোয়া কামনা করেছেন।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ