নাঙ্গলকোটের পরিকোট বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মুনাজাত

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

নাঙ্গলকোটের পরিকোট বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মুনাজাত

মাঈন উদ্দিন দুলাল- মহান স্বাধীনতা যুদ্ধে পাকহানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে নিহত অসংখ্য শহীদের রক্তের সাক্ষী কুমিল্লার নাঙ্গলকোটের পরিকোট ব্রিজ সংলগ্ন বধ্যভূমিতে শহীদদের স্মরণে সোমবার সন্ধ্যায় পুষ্পস্তবক’ অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।
উপস্থিত ছিলেন, নাঙ্গকোট পৌর মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মাস্টার আবুল খায়ের আবু, রায়কোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, বাঙ্গড্ডা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ সহসভাপতি মাজহারুল ইসলাম মহসিন, বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক অধ্যাপক পেয়ার আহম্মেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ অধ্যক্ষ নুরুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কালাম, বাঙ্গড্ডা ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন প্রমুখ। অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মজুমদার।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ