প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩
মোঃ সাইফুল ইসলাম-
নাঙলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের পেরিয়া নোয়ার আলী মজুমদার তাহফীজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রহমান মজুমদারের মাগফিরাত কামনায় এবং মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে সোমবার রাতে পেরিয়া বালিকা মাদ্রাসা মাঠে ৫তম ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাওঃ মুহিব্বুল্লাহ নাজাতীর সঞ্চালনায় সভাপতিত্বে করেন; আলহাজ্ব কামরুজ্জামান মজুমদার।
প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন;জালালীয়া দরবার শরীফের পীর সাহেব হযরত মাওঃ মোবারক হোসেন জালালী।
বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন;পেঁচরা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ মীর মোঃ আব্দুল ওয়াদুদ,মাওঃ রবিউল হক খন্দকার চাঁন্দপুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ মজুমদার, পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক লোকালয়ের সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম ভূঁইয়া টিটু,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরুল ইমরান,মক্রবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম,৫নং ওয়ার্ড মেম্বার বাবুল গাজী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সদস্য আল মাহমুদ ভূঁইয়া বাবু,উপজেলা যুবলীগ সদস্য মোঃমানিক,পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ পরান মজুমদার প্রমূখ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech