প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১
নাঙ্গলকোট প্রতিনিধি ॥
আসন্ন নাঙ্গলকোট পৌর নির্বাচনে ২নং ওয়ার্ডে ভোটের লড়াই হবে ত্রিমুখি। তবে গণসংযোগ ও প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন পাঞ্জাবি প্রতিকের কাউন্সিলর প্রার্থী একরামুল হক। তিনি প্রতিদিন সকাল থেকে রাত অবধি জনগণের ধারেধারে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। ওয়ার্ডের নাওগোদা, দৌলতপুর গ্রামে নানাবিধ উন্নয়ন এবং সুখে দুঃখে সবার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন থেকে তিনি এলাকায় জনসেবা করে যাচ্ছেন। যার ফলে ভোটে প্রার্থী হওয়ায় এলাকায় তার গণ জোয়ার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে ২০ সেপ্টেম্বর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পেলে অন্য প্রার্থীদের ছেড়ে একরামুল হক কয়েক গুন বেশী ভোট পেয়ে বিজয়ী হবেন। তার অতীত কার্যক্রমের কারনে ভোটারদের দৃঢ় বিশ্বাস একরাম নির্বাচিত হলে ২নং ওয়ার্ডে সু-শাসন প্রতিষ্ঠা ও দুর্ণীতি, মাদক এবং সন্ত্রাস মুক্ত হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech