সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন

প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ, মে ২০, ২০২১

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন

মোঃ সাইফুল ইসলাম-

প্রথম আলোর জ্যেষ্ঠ সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা ও আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে নাঙ্গলকোট সাংবাদিক সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় নাঙ্গলকোট পৌর সদরের লোটাস চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সচিবালয়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম একজন সাহসী সাংবাদিক, তিনি ধারাবাহিক ভাবে স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিভিন্ন অনিয়ম দূর্নীতির সংবাদ তুলে ধরেছেন সবার সামনে, অথচ স্বাস্থ্য মন্ত্রনালয় তথ্য চুরির অভিযোগ এনে সচিবালয়ে রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা করেছে আমলারা। সারা দেশে সাংবাদিকদের উপর এমন জঘন্য ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন ছিলেন নাঙ্গলকোট সাংবাদিক সমিতির উপদেষ্টা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে’র) সহকারী মহাসচিব সাংবাদিক নেতা সহিদ উল্লাহ মিয়াজী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে’র) প্রচার সম্পাদক সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসাইন,
নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সভাপতি বাপ্পি মজুমদার ইউনুস, সহ-সভাপতি মুকুল মজুমদার, সাধারণ সম্পাদক রবিউল হোসাইন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ওমর ফারুক আল নিজামী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মু, শাহাদাত হোসেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ বশির আহমেদ, সদস্য সাব্বির আহমেদ সোহাগ, শরিফ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ