নাঙ্গলকোটে সেতু আছে, সংযোগ সড়ক নেই

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২১

নাঙ্গলকোটে সেতু আছে, সংযোগ সড়ক নেই

নিজস্ব প্রতিনিধি- নাঙ্গলকোটে সংযোগ সড়ক ছাড়াই ৩২ লাখ টাকারও বেশি ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের দুই বছর হলেও এ সেতুতে সুফল পাচ্ছেন না অষ্টগ্রাম, তফবন, চাঁন্দপুর ও মোহরবাগ গ্রামের মানুষ।

সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের সঙ্গে ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপার ইউনিয়নের মোহরবাগ গ্রামের সংযোগ রয়েছে। সেতুর দুই পাশে রয়েছে ফসলি জমি। ব্যক্তিগত স্বার্থে এ সেতু নির্মাণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

২০১৭-১৮ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সেতু নির্মাণ প্রকল্পের অধীনে ৪০ ফুট দৈর্ঘ্য সেতুর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৩২ লাখ ৩৯ হাজার ৬৩৮ টাকা। ২০১৯ সালের ৭ মার্চ সড়ক ছাড়াই সেতুটির উদ্বোধন দেখানো হয়েছে।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ