নাঙ্গলকোটে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় সভাপতি সাখাওয়াত হোসেন তুহিন

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

নাঙ্গলকোটে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় সভাপতি সাখাওয়াত হোসেন তুহিন

মাঈন উদ্দিন দুলাল-
নাঙ্গলকোট উপজেলায় ২০২২ সালের শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্র্মকর্তা ও কর্মচারীদের নাম সোমবার ঘোষণা করেছে উপজেলা শিক্ষা অফিস। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সব গুলো কেটাগরি মিলিয়ে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। নাঙ্গলকোট উপজেলায় শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস.এম.সি শাখাওয়াত হোসেন তুহিন। ২০১৯ সালেও শাখাওয়াত হোসেন তুহিন নাঙ্গলকোট উপজেলায় ও কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন।
চলতি বছরে নাঙ্গলকোট উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ শহীদ উল্লাহ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোৎ¯œা আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছে বড় সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফখরুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছে ঢালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফৌজিয়া ইসলাম, শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় জোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী উত্তর শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাইন উদ্দিন, শ্রেষ্ঠ কাব শিক্ষক নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কুলসুম আক্তার, শ্রেষ্ঠ কর্মচারী উপজেলা শিক্ষা অফিসের সানোয়ার হোসেন, শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন এবং শিক্ষার্থী ঝরে পড়ার হার কমাতে সক্ষম হওয়ায় অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ