একাকিত্ব সময় আজিম উল্যাহ হানিফ

প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৪

একাকিত্ব সময় আজিম উল্যাহ হানিফ

একাকিত্ব সময়
আজিম উল্যাহ হানিফ
চারদিকে আমার হতাশার চাদর-
একদম পুরো গ্রাম থেকে শহর!
খাঁ খাঁ রোদ্দুর দুপুরের বুকে-
হাতছানি দিয়েও পাই না কাউকে খুঁজে
কান্নারা আসে থেমে থেমে নিরবে চক্ষু বুজে!
যখন গভীর রাত ক্লান্তিতে ঘুমাতে যাই
তখনও পৃথিবীতে নিজেকে লাগে একা
যেখানে কোলাহল-সেখানে এসে থমকে দাড়াঁই
লাখো মানুষের ভীড়ের মাঝেও
একাকিত্বে খই হারিয়ে ফেলি নিজেকে।
মহান প্রভু আমার একমাত্র ভরসাস্থল,
ভাগ্যে যা আছে-এটাই ফলাফল।
বিধির লিখন আমার জীবনের খাতা,
একাকিত্ব সময় কেটে যাবে দ্রুত গতির পাতা!

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ