কুমিল্লায় জাতীয় কবিতা মঞ্চ’র সাহিত্য আসর 

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩

কুমিল্লায় জাতীয় কবিতা মঞ্চ’র সাহিত্য আসর 
প্রেস বিজ্ঞপ্তি:
কবিতার মধ্যদিয়ে মানুষের  সুগভীর ভাবনাগুলোকে জানা যায়। নিঃসন্দেহে একজন কবিকেও দার্শনিক বলা যায়।”কবিতা হোক অধিকার আদায়ের শ্লোগান” এই শ্লোগানকে উপজীব্য করে রবিবার (০৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ) কুমিল্লা মহানগরীর ঝাউতলায় জামান’স ওয়ালিদাহ প্যালেসের ৩য় তলায় ‘জাতীয় কবিতা মঞ্চ’ কুমিল্লা  জেলা শাখার উদ্যোগে স্বরচিত কবিতাপাঠ এবং সাহিত্য বিষয়ক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবিতা মঞ্চ কুমিল্লা  জেলা শাখার সভাপতি কবি আবদুল আউয়াল সরকার’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়দেব ভট্টাচার্য্য ভুলুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সুলতান কবি সৈয়দ আহমাদ তারেক, সাংগঠনিক সম্পাদক সংগঠক কবি ও লেখক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, আজিম উল্যাহ হানিফ। বক্তারা সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চায় ‘জাতীয় কবিতা মঞ্চ’ কুমিল্লা জেলা শাখা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে জাতীয় কবিতা মঞ্চ’র সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী।
Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ