উপজেলায় ফলাফলে শীর্ষে, বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুল জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৩

উপজেলায় ফলাফলে শীর্ষে, বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুল জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিতহয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল পরিচালক ও শিক্ষক মাওলানা সাইফুদ্দিন, জামাল উদ্দিন, আফজাল হোসাইন মিয়াজী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক আবুল কালাম নয়ন, ফরিদুল আলম, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, হোসাইন ইকবাল, জাফর আহম্মেদ আপন, সেফায়েত উল্লাহ, ইউনুস মিয়া।বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায ৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, এদের মধ্যে ৩৬ জন জিপিএ- ৫, ৮ জন জিপিএ-৪ লাভ করে। উপজেলা পর্যায়ে এ প্রতিষ্ঠানটি সেরা ফলাফল অর্জন করেছে। ইতিপূর্বেও প্রতিষ্ঠানটি ফলাফলের দিক থেকে কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছে। এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলেই খুশি। ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য স্কুল কর্তৃপক্ষ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন মাহমুদুল হাসান সিফাত, মাহমুদা মজুমদার ইমতি, সামিরা আক্তার সিমি।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা জানান স্কুলশিক্ষক বৃন্দ।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ