প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি:
নাঙ্গলকোটে লেখক-সাংবাদিকদেও সংগঠন নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের উদ্যোগে সাপ্তাহিক সাহিত্য আড্ডা (০৯.০৯.২৩) শনিবার বিকাল ৪টায় নাঙ্গলকোট বাজার নাঙ্গলকোট এনসিসি ব্যাংকের নীচতলায় নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কবি ও কলামিস্ট আজিম উল্যাহ হানিফের প্রাণবন্ত সঞ্চালনায় সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাপ্তাহিক সময়ের দর্পণ সম্পাদক ও লেখক এএফএম শোয়ায়েব। বক্তব্যে তিনি বলেন- ‘উপজেলা ভিত্তিক সংগঠন হিসেবে প্রতি সাপ্তাহে একদিন একঘন্টা করে সাহিত্য আড্ডার আয়োজন করা, ধারাবাহিকতা রক্ষা করা,সত্যি কঠিন। বিগত ১৪টি বছর ধরে নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন যে সাহিত্য আড্ডার আয়োজন করে আসছে, আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।’ সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন-আবদুর রহিম বাবলু, ব্যবসায়ী কলিম উল্যাহ, আরমান, সুলতান আহমদ, মো: ইমতিয়াজ আলশ আবির, শফিউল ইসলাম, আরমান হোসেন জনি, রাতুল হাছান সামি। সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন সাংবাদিক ডা. একে এম মারুফ হোসেন।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech