প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২
স্টাফ রিপোর্টারঃ- নাঙ্গলকোট উপজেলার একঝাঁক তরুণ মেধাবী ডাক্তার এবং মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রীদের সমন্বিত প্রয়াসে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় ডক্টর এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব নাঙ্গলকোট (ডিএমসান) ২০২২-২৩ মেয়াদে আগামী ১ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কার্যকরি কমিটিতে সভাপতি পদে এম এ কে মুরাদ (ব্রাক্ষণবাড়িয়া মেডিকেল কলেজ) ও সাধারনত সম্পাদক পদে এম এস রানা (ইস্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ) নির্বাচিত করা হয়। কমিটির অন্যন্যরা হলেন। সিনিয়র সহসভাপতি তোফায়েল আহাম্মদ ভূইয়া (জাহিদ), সহসভাপতি নিতু, রবিন, শুভ রায়হান, আসিফ, যুন্ম সাধারণ সম্পাদক তানভীর, লিমা, তারেক,উষা সাংগঠনিক সম্পাদক আল আমিন, আসাদুল্লাহ ফয়সাল, ইস্রাফিল, দপ্তর সম্পাদক জুবায়ের জাজবী, অর্থ সম্পাদক মারুফ শাকিল প্রচার সম্পাদক নজির আহমেদ নোবেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত রিফা, চাত্রী বিষয়ক সম্পাদক তানিয়া সহ ৪৭ জনের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে ডিএম’সানের সাবেক সভাপতি ডাঃ মোঃ জহির উদ্দিন, ও সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন রাজু। এছাড়াও স্বাক্ষর করেন- ডাঃ সাজ্জাদ হোসেন ভূইয়া, (সাবেক সভাপতি) ডাঃ মোশাররফ হোসেন মজুমদার (সাবেক সভাপতি) ও নাজমুল ইসলাম তুষার (সাবেক সাধারণ সম্পাদক)।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech