কুমিল্লায় “মানবাধিকার সুরক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১

কুমিল্লায় “মানবাধিকার সুরক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মাঈন উদ্দিন দুলাল-  সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার আয়োজনে নগরীর ইয়াম্মী রেস্টুরেন্ট এন্ড পাার্টি সেন্টারে শনিবার বিকেলে “মানবাধিকার সুরক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা সভাপতি জহিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা সহসভাপতি আফজাল হোসেন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক নাছরিন আক্তার মুন্নী, কুমিল্লা টেকনোলজিক্যাল ইনিস্টিউটের অধ্যক্ষ অমৃত লাল দত্ত, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাজারী, আল আরাফা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কাজী ইলিয়াস, ইসলামি ব্যাংক কুমিল্লা জোনাল অফিস কর্মকর্তা শাহেদ আলম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা সহসভাপতি মোজাম্মেল হক মিলন, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী, ওমর ফারুক মিয়াজী, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম ইমন, সহসাংগঠনিক সম্পাদক শিরিন সুলতানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. ইউসুফ হোসাইন সুমন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা নেতৃবৃন্দ অতিথিদের হাত থেকে পরিচয় পত্র গ্রহণ করেন।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ