মৌকারা ইউপির বড় ফতেপুরে সংখ্যালঘু’র বসতঘর ভস্মীভূত ॥ ২০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২১

মৌকারা ইউপির বড় ফতেপুরে সংখ্যালঘু’র বসতঘর ভস্মীভূত ॥ ২০ লাখ টাকার ক্ষতি

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এক সংখ্যালঘু পরিবারের বসতঘর ভস্মীভূত হয়ে গেছে। এসময় আগুনে ওই পরিবারের ৫ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ১ লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়। রবিবার রাত ১২টার দিকে উপজেলার মৌকারা ইউনিয়নের বড় ফতেপুর গ্রামের মৃত তারেক চন্দ্র দাসের ছেলে নাঙ্গলকোট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী শ্রী কৃষ্ণ দাসের ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় তার প্রতিবন্ধি ছেলে হৃদয়কে বাহির করতে গিয়ে শ্রী কৃষ্ণ দাস অগ্নিদগ্ধ হয়। লাকসাম ফায়ার সার্ভিসে ফোন করলে ফায়ার সার্ভিস সদস্যরা এসে পৌঁছার পূর্বেই তার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
শ্রী কৃষ্ণ দাস বলেন, আগুনে আমার বসতঘর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সরকারের সহযোগীতা কামনা করছি।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ