মাছের সাথে শত্রুতা, ৩০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

মাছের সাথে শত্রুতা, ৩০ লাখ টাকার ক্ষতি

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের মোড়েশ্বর গ্রামের সিরাজুল ইসলাম ছেরাজের মৎস প্রজেক্টে বিষ প্রয়োগ করে ৩০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সিরাজুল ইসলাম একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ফারুক সহ ৩ জনকে আসামী করে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মোড়েশ্বর গ্রামের সিরাজুল ইসলাম ছেরাজ, দেলোয়ার হোসেন, বাবুল মিয়া, আলামাছ মেম্বার, সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ সহ দীর্ঘ ১০ বছর যাবৎ ৮ একর জমির উপর মাছ চাষ করে আসছে। এ প্রজেক্টে ২ কেজি ওজনের মাছ সহ ছোট বড় শত-শত মণ মাছ রয়েছে। প্রজেক্টের পাড়ে সিদ্দিকুর রহমানের ছেলে ফারুকের বসত বাড়ী হওয়ার সুযোগে সে বিভিন্ন সময়ে মাছ চুরি করেছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ফারুক মাছ ছুরি করতে গেলে ওই প্রজেক্টের পাহারাদার একই গ্রামের রাহাত হোসেন হৃদয় ও আরাফাত হোসেন দেখে পেলে। এ সময় ফারুকের তিন সহযোগীর মুখ বাধা ছিলো। এ ব্যাপারে পাহারাদাররা তাকে সাবধান করলে এর জেরে ফারুক ও তার অজ্ঞাত ৩ সহযোগী ওই প্রজেক্টে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ মেরে ফেলে। নাঙ্গলকোট থানা পুলিশ ফারুককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করে।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ