মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড পাওয়ায় প্রধান শিক্ষক শহীদ উল্লাহ মজুমদারকে সংবর্ধনা

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড পাওয়ায়  প্রধান শিক্ষক শহীদ উল্লাহ মজুমদারকে সংবর্ধনা

মাঈন উদ্দিন দুলাল-  শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারতের কোলকাতায় ভারত বাংলাদেশ সম্প্রতি উৎসবে কুমিল্লার নাঙ্গলকোট ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী শহীদ উল্লাহ মজুমদার স্বপন ভারতে মহাত্মা গান্ধী গোল্ডেন এ্যাওয়ার্ড পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইসলামপুর উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর প্যানেল মেয়র ছাদেক হোসেন খোকা। প্রধান বক্তা ছিলেন উপজেলা একাডেমীক সুপারভাইজার আনিছুর রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদ উল্লাহ মজুমদার স্বপন।
সহকারী শিক্ষক সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মক্রবপুর ইউপি সাবেক প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক মজুমদার, জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহ, চান্দগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক লিটন, বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া, সাবিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহজাহান, ভুলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রাশিদা আক্তার, দাতা সদস্য ফরিদ উল্ল্যাহ, সমাজ সেবক আহছান উল্ল্যাহ, অভিভাবক সদস্য আবু ইউছুফ, আবুল খায়ের, শিক্ষার্থী আফসানা মিম।
শহীদ উল্লাহ মজুমদার স্বপন এর আগে কাজী নজরুল ইসলাম গোল্ডেন পদক লাভ করেন এবং জাতীয় পর্যায়ে শিক্ষানুরাগী নির্বাচিত হন।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ