বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে.. অর্থমন্ত্রী

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২

বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে.. অর্থমন্ত্রী

মাঈন উদ্দিন দুলাল-  নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে শনিবার বিকালে নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস)।

অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, জাতির পিতার চিন্তাছিল এ দেশের মানুষের অর্থনীতির মুক্তি, তাকে আমরা অ-সময়ে হারিয়েছি। প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। আজকে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে। তিনি গতকাল শনিবার নাঙ্গলকোট এ.আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরো বলেন, আমাদেরকে অনেক দূর অগ্রিয়ে যেতে হবে। নাঙ্গলকোটে যারা লেখা পড়া করে তাদেরকে প্রশাসনিক কাজে এবং রাজনৈতিক ভাবে এগিয়ে যেতে হবে। আত্মীয় স্বজনকে ভালোবাসতে হবে। তাদেরকে গোপনে সহযোগিতা করতে হবে। পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করতে হবে। তারা যেন কষ্ট না পায়।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, অর্থমন্ত্রীর একান্ত সহকারি সচিব কে এম সিংহ রতন, আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আবু বক্কর ছিদ্দিক আবু, মাষ্টার আবুল খায়ের আবু, পৌরমেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, আ’লীগ সদস্য মজিবুর রহমান মিন্টু, নাঙ্গলকোট সরকারি কলেজ অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, আবু তাহের চেয়ারম্যান, নাজমুল হাছান ভূঁইয়া বাছির চেয়ারম্যান, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহ খুরশিদ আলম মজুমদার, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি নাছরিন আক্তার মুন্নি, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, পৌর কাউন্সিলর ছাদেক হোসেন, জহিরুল্লাহ সুমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। জনসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ