পেরিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী পথ সভায় হামলা ॥ আহত-১৫

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১

পেরিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী পথ সভায় হামলা ॥ আহত-১৫

নিজস্ব প্রতিবেদক- ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ ধাপে কুমিল্লার নাঙ্গলকোটের ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মাঝে উপজেলার সর্বত্র নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে কামালের গরুর খামার সংলগ্ন মাঠে আওয়ামীলীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা সাবেক চেয়ারম্যান এম এ হামিদের নির্বাচনী পথ সভা চলাকালে আ’লীগ প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। হামলায় এম এ হামিদ চেয়ারম্যানের ১৫ নেতা কর্মী আহত হয়,আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এম এ হামিদের মিছিল শেষে পথ সভা চলা কালে আ’লীগ প্রার্থী হুমায়ুন কবির মজুমদারের সমর্থকরা হামলা চালায়। হামলায় বিদ্রোহী প্রার্থীর অন্তত ১৫ সমর্থক আহত হন, আহতদের মধ্যে আশারকোটা গ্রামের শাকিল হোসেন, কাজী জোড়পুকুরীয়া গ্রামের প্রবাসী মোহাম্মদ ফরিদ ও ফরহাদ হোসেনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শাকিল হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী এম এ হামিদ বলেন, পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার তার লোকজন’সহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরামর্শ করে আমাকে হত্যার উদ্দেশ্যে বাবুল গাজী মেম্বারের নেতৃত্বে ২০-৩০ জনের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আমার ১৫জন সমর্থককে আহত করেছে। আহতদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। আমি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় এখনো কোন মামলা হয়নি।

 

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ