নাঙ্গলকোট সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩

নাঙ্গলকোট সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস
 মোঃ সাইফুল ইসলাম- নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যামিক ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রভাষক নুরুল আফছার ও রিয়াদ মাহমুদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগীয় প্রধান নাজনীন আক্তার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ মজিবল হায়দর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান,জামান’স ক্লিনিক হাসপাতাল ঢাকা ও নাঙ্গলকোট শাখার ব্যবস্থাপনা পরিচালক মোঃ বশির উজ জামান খান, শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান হাছান আহমেদ মজুমদার, ইসলাম শিক্ষা বিভাগীয় প্রধান এ টি এম নুরুল আফছার, অর্থনীতি বিভাগীয় প্রধান জহিরুল ইসলাম, বাংলা বিভাগীয় প্রধান তাহমিনা আক্তার, আইসিটি বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনি। এসময় উপস্থিত ছিলেন,সমাজকর্ম বিভাগীয় প্রধান সাজেদা আক্তার, রসায়ন বিভাগীয় প্রধান নাজমা আক্তার, প্রভাষক এনামুল হক, অহিদুর রহমান, আলা উদ্দিন, জসিম উদ্দিন, নাহিদ ফারহানা,ফৌজিয়া আক্তার ওমর ফারুক ভূঁইয়া। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মুসফিকা নাজনীন,এনায়েত উল্লাহ রিমন,আয়েশা আক্তার হিমু। অনুষ্ঠান শেষে কলেজ প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য ডা. এ কে এম কামারুজ্জামানের পক্ষ থেকেে বশির উজ জামান খান শিক্ষার্থীদের জন্য ১০০ জোড়া বেঞ্চ উপহার হিসেবে প্রদান করেন।
Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ