নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আবু ইউসুফ ভূঁইয়ার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মত বিনিময় সভা

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৪

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আবু ইউসুফ ভূঁইয়ার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মত বিনিময় সভা

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মত বিনিময় সভা শনিবার বিকেলে ঢালুয়া সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঢালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খ.ম জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়াম্যান মনোনয়ন প্রত্যাশী আবু ইউসুফ ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিশিষ্ট সমাজ সেবক সামছুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও ঢালুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হাসান মিয়াজী,ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক গোলাম মাওলা ছুট্টু, পুলিশ কর্মকর্তা (অবসর প্রাপ্ত) আব্দুল কুদ্দুস ভূঁইয়া, অধ্যাপক তবারক উল্লাহ মজুমদার, আ’লীগ নেতা নজরুল ইসলাম খোকন,, অধ্যাপক আমান উল্লাহ মজুমদার, মাষ্টার ছায়েদুল হক, ঢালুয়া ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক বেলায়েত হোসেন, সহ-সভাপতি মাষ্টার কেফায়েত উল্লাহ, সাবেক মেম্বার জয়নাল আবেদীন, আ’লীগ নেতা মনির আহম্মদ সিরাজ, ইউনিয়ন যুবলীগ সভাপতি মনসুর আলম মিয়াজী, ইউপি সদস্য জামাল উদ্দিন, মনিরুজ্জামান, রবিউল হক রবিন, মাহফুজ আলম, আলাউদ্দিন চাঁদ, জসিম উদ্দিন, ঢালুয়া ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক জহিরুল ইসলাম জনি, কলেজ ছাত্রলীগ সভাপতি শ্যামল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আবু ইউসুফ ভূঁইয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচন করার জন্য সমর্থন জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ঢালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা আমাকে এত ভালোবাসা দেখিয়েছেন তাহা দেখে আমি আবেগে আপ্লুত হয়েছি। তিনি সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (এমপি) এর উন্নয়ন কর্মকান্ড বিদ্যুৎ, রাস্তা-ঘাট, পুল-কালভাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ সকল উন্নয়ন করেছেন, যাহা সারাদিন বললেও শেষ হবেনা, আমি যখনই কাজের কথা বলেছি সাথে সাথে আমার সকল দাবী তিনি পূরণ করে দিয়েছেন। তেমনি আমাদের সামছুউদ্দিন কালুর নিকট যখন যে কাজের জন্য গিয়েছি তিনিও ঢালুয়া ইউনিয়নের জন্য কখনও না করেন নি। আগামী উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীক না থাকলেও দলীয় সমর্থন নিয়ে আমি নির্বাচন করবো। আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের সাথে নিয়েই থাকবো, আপনাদের সেবা করে যাবো।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ