নাঙ্গলকোটে হোমিও ডাক্তারদের চেম্বারে রোগী দেখা বন্ধ

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

নাঙ্গলকোটে হোমিও ডাক্তারদের চেম্বারে রোগী দেখা বন্ধ

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটে রেজিষ্ট্রার্ড হোমিওপ্যাথিক ডাক্তারদের গ্রেফতার, মামলা ও হয়রানীর প্রতিবাদে দেশব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলায় রবিবার হোমিও চিকিৎসকদের চেম্বারে রোগী দেখা বন্ধ রয়েছে। চেম্বার বন্ধ থাকায় রোগীরা চরম বিপাকে পড়েছে। নাঙ্গলকোট বাজারের খান হোমিও হল এর চিকিৎসক ডাঃ পেয়ার আহম্মদ ও সুফিয়া হোমিও হলের চিকিৎসক নাসরিন আক্তারের চেম্বারে গিয়ে চেম্বার বন্ধ থাকায় অনেক রোগীকে হতাশ হয়ে ফিরে যেতে দেখা যায়।
জানা যায়, গত ২৪ আগষ্ট হোমিওপ্যাথিক বোর্ডের জরুরী সভায় ৩টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শনিবার ও রবিবার ক্লাশ বর্জন, আইনি লড়াইয়ের মাধ্যমে সংকট উত্তোরণের জন্য একটি স্ট্যায়ারিং কমিটি গঠন। রবিবার সারাদেশে হোমিওপ্যাথিক ডাক্তারদের চেম্বারসমুহ বন্ধ রাখা।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ