নাঙ্গলকোটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ও কটুক্তিকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১

নাঙ্গলকোটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ও কটুক্তিকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

আব্দুর রহিম বাবলু- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার প্রতিবাদে ও কটুক্তিকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আব্দুল মালেক। গত রবিবার পৌরসভা  কার্যালয়ের সেমিনার কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল মালেক বলেন  গত মঙ্গলবার উপজেলা বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন ওরফে ছোট নয়ন তার নিজ বাড়িতে একটি উঠান বৈঠকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ জামাল, শেখ কামাল ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে। যা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টিগোচর হয়।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গত বৃহস্পতিবার পৌর বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে বৃহস্পতিবার রাতে মেয়র আব্দুল মালেক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় আনোয়ার হোসেন ওরফে ছোট নয়ন ও ছোট নয়নের ভাই শাখাওয়াত  হোসেন শাহিনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। অবিলম্বে ওই কটূক্তিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার ও শাহজাহান প্রমুখ।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ