নাঙ্গলকোটে টিসিবি ন্যায্য পণ্য ক্রয়ে ক্রেতাদের ভীড়।

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

নাঙ্গলকোটে টিসিবি ন্যায্য পণ্য ক্রয়ে ক্রেতাদের ভীড়।
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটে টিসিবি পণ্য ট্রাকের সামনে প্রায় ১ ঘন্টা লাইনে দাড়িঁয়ে শ্রমজীবি বেলায়েত হোসেন র্দীঘ অপেক্ষার পর মিলল ৩৭০ টাকার ন্যাযমূল্যের পণ্য। রবিবার দুপুরে নাঙ্গলকোট পৌর বাজার সোনালী ব্যাংকের সামনে টিসিবি পণ্যদ্রব্য ক্রয় করতে ভীড় জমাচ্ছে সাধারণ জনগণ। কর্মজীবীদেরও আয় কমে যাওয়ায় উল্লেখযোগ্য পরিমাণে অন্যদিকে নিত্যপণ্য সকল পণ্যের দামও চড়ায়
নাঙ্গলকোটে টিসিবি ট্রাক পূণ্য বিক্রেতা আক্তার হোসেন বলেন, আমাদের ন্যায পণ্যগুলোর প্যাকেজ মূল্য ৩৭০ টাকা, এতে রয়েছে সয়াবিন তেল ২ কেজি ২০০ টাকা,  পেয়াজ ২ কেজি ৬০ টাকা, চিনি ১ কেজি ৫৫ টাকা, মসুর ডাল ১ কেজি ৫৫ টাকা। আমাদের ট্রাকটি যেখানে অবস্থান করে তখন থেকে ক্রেতাদের ভীড় জমায়। টিসিবি ট্রাকে করে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ন্যাযমূল্য পণ্যদ্রব্য বিক্রয় করা হয়।
আমাদের টিসিবি প্রতিটি ট্রাকে বিক্রির জন্য প্রতিদিন ৬০০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল, ৮০০ লিটার সয়াবিন তেল ও ১০০০ কেজি পেয়াজ বরাদ্ধ দেয়া হয়েছে।
Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ