নাঙ্গলকোটে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ৯বগি লাইনচ্যুত, ৫ সদস্যের তদন্ত কমিটি

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৪

নাঙ্গলকোটে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ৯বগি লাইনচ্যুত, ৫ সদস্যের তদন্ত কমিটি

মাঈন উদ্দিন দুলাল-
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায়। ওই রেল পথের তেজের বাজার এলাকার আপ লাইনের ২০৮ নং ব্রীজের কাঠের স্লিপার ভেঙ্গে যাওয়ায় স্বজোরে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনের সাথে থাকা লক ভেঙ্গে ইঞ্জিন থেকে বগি গুলো আলাদা হয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। রবিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আপ লাইনের ৩শ’ মিটার লাইন স্লিপার থেকে খুলে রেলপথ থেকে অন্তত ১০০মিটার দূরে গিয়ে পড়ে। গুরুতর আহত ৫ যাত্রীকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে স্থানীয়রা। বগি গুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেন লাকসাম ও চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের ২টি ইউনিট। এ ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে আহবায়ক করে ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির।
নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর ও চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী স্টেশনের মধ্যবর্তী তেজের বাজার সংলগ্ন স্থানে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার চিওড়া তেজের বাজারের দক্ষিণ পাশে দুই লাইন জুড়ে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে আছে। এর মধ্যে একটি বগি ছিটকে গিয়ে রেলপথ সংলগ্ন চিওড়া গ্রামের হতদরিদ্র বৃদ্ধ চাঁন মিয়ার ঘরের উপর গিয়ে পড়ে, ঘরটি তছনছ হয়ে যায়। এসময় চাঁন মিয়া গুরুতর আহত হলেও তিনি প্রাণে রক্ষা পায়। আহত চাঁন মিয়াকে পরিবারের লোকজন উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে সরকারের কাছে ঘর নির্মাণে সহযোগীতা কামনা করেন আহত বৃদ্ধের স্ত্রী মনোয়ারা বেগম।
আহত ট্রেনযাত্রী কিশোরগঞ্জের মিরাজ হোসেন বলেন, ব্রীজের উপর উঠার পর ট্রেন বিকট শব্দ করে বগি গুলো ছিটকে পড়ে যায়। এসময় আমি-সহ অনেকেই আহত হয়েছে।
লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন, দুর্ঘটনায় কেউ নিহত হননি। কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি, তবে আহতদেরকে আমরা আসার পূর্বেই স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে উপজেলা প্রশাসনের টিম একত্রিত হয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করি। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে আহবায়ক করে ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। লাকসাম থেকে একটি রিলিপ ট্রেন সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলে পৌঁছেছে এবং চট্টগ্রাম থেকে আরেকটি রিলিপ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে. কাজ শুরু হওয়ার ৬ঘন্টার মধ্যে মেরামত শেষ হতে পারে।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ