জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে নাঙ্গলকোটে মতবিনিময়

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২

জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে নাঙ্গলকোটে মতবিনিময়

মাঈন উদ্দিন দুলাল-  মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগানে জাতীয় মৎস সপ্তাহ পালন উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে মৎস অধিদপ্তরের আয়োজনে নাঙ্গলকোটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শনিবার সকালে উপজেলা মৎস্য অফিসে অনুষ্ঠিত হয়েছে। মৎস সপ্তাহ পালন উপলক্ষে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত গৃহীত বিভিন্ন কর্মসূচীর বিস্তারিত সাংবাদিকদের অবহিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা প্রিতম চৌধুরী, ফিল্ড সহকারী সুমন মিয়া, অফিস সহকারী নুরুল আমিন প্রমূখ।
মৎস্য কর্মকর্তা জানান, এ বছর ৫ শ’ ৪০ জন মৎস চাষীকে বিভিন্ন প্রজাতির মাছ চাষে প্রশিক্ষন প্রদান, ১ হাজার ৩৯ টি জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন, ছাগল ও ভেড়া বিতরন ও ১ শ জেলে পরিবারের মাঝে জাল প্রদান করা হয়েছে। তাছাড়া ও চাষীদের মাছ চাষের বিভন্ন বিষয়ে অনলাইনে ও সরেজমিনে গিয়ে সেবা প্রদান করে থাকি।
তিনি আরো জানান ইতিমধ্য পিরানহা মাছ চাষ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে এবং আফ্রিকান মাগুর মাছ চাষে চাষিদের নিরুৎসাহিত করা হয়েছে।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ