আমাদেরকে ভাল মানুষ হতে হবে… ইমদাদুল হক মিলন

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

আমাদেরকে ভাল মানুষ হতে হবে… ইমদাদুল হক মিলন

মাঈন উদ্দিন দুলাল-
মানুষ বড় হলেই দেশ বড় হয় উল্লেখ করে জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, বিনয় মানুষকে বড় করে তোলে। আমাদেরকে ভাল মানুষ হতে হবে। শনিবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জের গন্ডাপুরে ‘শহীদুল আলম পাটোয়ারী গণপাঠাগার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইমদাদুল হক মিলন আরো বলেন, ‘অজপাড়াগাঁয়ে এমন একটি পাঠাগার প্রতিষ্ঠা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। মানুষ আজকাল আর পাঠাগার প্রতিষ্ঠা করতে চায় না। এ পাঠাগারে বই পড়ে যদি একজন মানুষও উপকৃত হয় তাহলে আমার দুঃখ নেই। ৫৩ বছর বয়সে এসে শহিদুল আলম পাটোয়ারী যে উদ্যোগ নিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই। পাঠাগার ছাড়াও তিনি অনেক শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে।

অনুষ্ঠানে টেলি কনফারেন্সে বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রতন সিংহ, নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক আবু, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাঈন উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মনজুরুল ইসলাম ভূঁইয়া রাফী, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের লেকচারার লিটন চক্রবর্ত্তী মিঠুন ও পাটোয়ারী জেনারেল হাসপাতালের ডা. মাহ্ফুজা আক্তার নিশাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা শহীদুল আলম পাটোয়ারী।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ