প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২
কেফায়েত উল্লাহ মিয়াজী :
শীর্ষস্থানীয় কনজুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশ আকর্ষণীয় অফার ও ছাড়ের সাথে নিয়ে এসেছে ‘নিউ ইয়ার কার্নিভাল’ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে কুমিল্লার নাঙ্গলকোট সিঙ্গার প্লাজা থেকে এসি ক্রয় করে একেবারে ফ্রিতে আরেকটি এসি জিতলেন নাঙ্গলকোট আল্ট্রামর্ডাণ হাসপাতাল ম্যানেজার আজাদুজ্জামান আজাদ। এ উপলক্ষ্যে নাঙ্গলকোট সিঙ্গার প্লাজায় বুধবার কোম্পানির পক্ষ থেকে বিজয়ী গ্রাহক আজাদকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী গ্রাহক আজাদের হাতে উপহার তুলেদেন সিঙ্গার প্লাজার নাঙ্গলকোট শাখা ম্যানেজার আব্দুল মোতালেব সোহাগ।
‘নিউ ইয়ার কার্নিভাল’ ক্যাম্পেইনের অধীনে, রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন, এসি, কম্পিউটার এবং মাইক্রোওয়েভ ওভেন কেনার পর ক্রেতারা এসএমএসের মাধ্যমে ১০০% পর্যন্ত ছাড় পেতে পারেন। নিউ ইয়ার ক্যাম্পেইনের মাধ্যমে, ব্যবহৃত পণ্য বদলে নতুন পণ্য ঘরে আনার সুযোগ দিচ্ছে সিঙ্গার। এক্সচেঞ্জ অফারে রেফ্রিজারেটরে ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড়, টিভিতে ৬,০০০ টাকা পর্যন্ত ছাড়, ওয়াশিং মেশিনে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড়, সেলাই মেশিনে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় এবং মাইক্রোওয়েভ ওভেনে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও, রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, সেলাই মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনলে ক্রেতারা একটি কিচেন অ্যাপ্লায়েন্স কুপন পাবেন, যা কিচেন অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে ব্যবহার করে পাবেন ৭.৫% ছাড়।
নিউ ইয়ার ক্যাম্পেইনে আরও থাকছে “বান্ডেল অফার”। এর অধীনে ক্রেতারা ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, সেলাই মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে একসাথে কমপক্ষে তিনটি নির্বাচিত পণ্য কিনলে ফ্ল্যাট ৫% ছাড় পাবেন।
ক্রেতারা ১২ মাস পর্যন্ত সহজ কিস্তিতে সিঙ্গারের পণ্য কিনতে পারবেন। এছাড়াও, পণ্যের ক্যাটাগরির ভিত্তিতে ক্রেতারা ১২ মাস পর্যন্ত বিনাসুদে পণ্য কেনার সুবিধা পাবেন।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech