প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২২
নিজস্ব প্রতিনিধি- নাঙ্গলকোটে মেগা সপ নামে একটি সুপার সপ সরকারি কলেজ গেইট সংলগ্ন তুষার মার্কেটে সোমবার রাতে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে । মেগা সপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মাস্টার আবুল খায়ের আবু, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সহ সভাপতি এ.এইচ.এম আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, ক্রীড়া সম্পাদক সাহাদাত হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন শিমুল, সরকারি কলেজ সভাপতি ওবায়দুল হক, মেগা সপ স্বত্ত¡াধিকারী মনির হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তিলিপ দরবারের পীর মাওলানা রুহুল আমিন।
মেগা সপ প্রতিষ্ঠানটি থেকে নিত্য প্রয়োজনীয়, শিশু খাদ্য, প্রসাধনী, তৈরি পোষক, জুতা সহ ব্যবহারিক সব ধরণের পণ্য ক্রয় করতে পারবে গ্রাহকরা। নাঙ্গলকোট বাজারে মেগা সপ প্রতিষ্ঠানটি দিয়েই প্রথম সুপার সপ মার্কেটের যাত্রা শুরু হলো।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech