নাঙ্গলকোটে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা আটক

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

নাঙ্গলকোটে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা আটক
কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোট পৌরসভা ছাত্রলীগ নেতা ফয়েজ আহমেদ ও উপজেলা যুবলীগ নেতা ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। রবিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নাঙ্গলকোট পৌরসভার হরিপুর গ্রামের ছাদেক হোসেনের ছেলে ও পৌরসভা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ (২৭) এবং নাঙ্গলকোট উপজেলা যুবলীগ নেতা ও ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে ফরহাদ হোসেন (৩৫)।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, মামলার তদন্ত সাপেক্ষে রবিবার রাতে তাদের আটক করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ