প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩
মোঃ সাইফুল ইসলাম- নাঙ্গলকোট উপজেলা পেরিয়া ইউনিয়ন গাংরাইয়া লেঃশহীদ তমিজ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বিকেলে গাংরাইয়া জামে মসজিদ মাঠে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন;জয়নাল আবেদীন, হাফেজ হাসানুজ্জামান,মফিজুর রহমান,আঃকরিম,হাফেজ আবুল কাসেম,আব্দুস সাত্তার মজুমদার, নাজমুল হক,প্রবাসী মনোয়ার হোসেন,প্রবাসী বাসির আহমেদ,মামুন,রাকির,নেসার,মুহিব উল্লাহ প্রমূখ। এসময় বক্তারা বলেন;গাংরাইয়া লেঃশহিদ তমিজ উদ্দিন ফাউন্ডেশন গত ২-১-২০২৩ইং সালে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে পথ চলা শুরু করেন, তার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি রমজান উপলক্ষে গ্রামের অসহায় ও হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করলাম।আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় সবাইকে সাথে নিয়ে সামাজিক ও মানবিক কাজ গুলো করতে পারি। যারা আর্থিক ভাবে সহযোগী করেন;প্রবাসী আবু সাইয়েদ,নিজাম,আনোয়ার,মিজান,বাছির,আব্দুল হালিম, নুরু নবী,সাহেদ,সাফু,আলম,মুন্না,নেছার,আলাউদ্দিনসহ অনেকে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech