প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব জালাল উদ্দিন সিদ্দিকী আর নেই

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২

প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব জালাল উদ্দিন সিদ্দিকী আর নেই

মাঈন উদ্দিন দুলাল-  প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল উদ্দিন সিদ্দিকী (৭৫) আর নেই। আজ রবিবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ব্রিগেডিয়ার জালাল উদ্দিন সিদ্দিকী কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামের শিক্ষানুরাগী মরহুম মৌলভী ইসহাক মজুমদারের পুত্র। তিনি ১৯৫০ সালের ৭জুন জন্ম গ্রহণ করেন। সোমবার বিকেল ৩টায় ব্রিগেডিয়ার জালাল উদ্দিন সিদ্দিকীকে গ্রামের বাড়ীতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল উদ্দিন সিদ্দিকীর জীবনের সবচেয়ে বড় অর্জন ছিলেন তিনি দ্বিতীয় ওয়ার কোর্স এর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। সর্বশেষ তিনি মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন কমিশনার ছিলেন। চাকুরী জীবনে তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যাচের সামরিক কর্মকর্তা, ঢাকা সেনানিবাসের লগ এরিয়া কমান্ডার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্নসচিব সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল উদ্দিন সিদ্দিকী স্ত্রী, ৩ ছেলে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী অধ্যাপক বদরুন্নেসা তিতুমীর কলেজ ও মিরপুর বাংলা কলেজ উপাধ্যক্ষ ছিলেন। তার শ্বশুর অধ্যক্ষ মোসলেহ উদ্দিন কুমিল্লা সরকারী মহিলা কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ