নাঙ্গলকোট সরকারি কলেজে অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২৩

নাঙ্গলকোট সরকারি কলেজে অভিভাবক সমাবেশ

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক এ টি এম নুরুল আবছারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মজিবল হায়দার চৌধুরী। প্রভাষক নুরুল আফসারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক হাছান আহমেদ মজুমদার।
বক্তব্য রাখেন, প্রভাষক জসিমউদ্দীন, আলী আক্কাস, ওমর ফারুক ভূঁইয়া, আনোয়ার হোসেন, নাজমা আক্তার, তাহমিনা আক্তার, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দীন দুলাল, কলেজ ছাত্রলীগ সভাপতি তানভীর মাহবুব অন্তর, সেক্রেটারি মেহেদী হাসান অনি, ছাত্রলীগ নেতা জুয়েল রানা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মজিবল হায়দার চৌধুরী বলেন, শিক্ষার মান উন্নয়নে আগামীতে নকল মুক্ত পরিবেশে এইচ.এস.সি সহ সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা এখন থেকে এন্ড্রয়েড ফোন নিয়ে কলেজে প্রবেশ করতে পারবেনা। আপনারা আপনাদের সন্তানদের খেয়াল রাখবেন, তাদেরকে নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়ার টেবিলে বসা নিশ্চিত করবেন। আপনারা কলেজে এসে নিয়মিত আপনার সন্তানের লেখা পড়ার বিষয়ে খবর নিবেন। আপনাদের সকলের সহযোগিতায় আমি এ কলেজকে একটি মানসম্মত কলেজে রূপান্তর করে যাবো।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ