নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হান্নানের এম, ফিল ডিগ্রি লাভ

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হান্নানের এম, ফিল ডিগ্রি লাভ

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলা সদরের আফসারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো: আবদুল হান্নান ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) হতে এম, ফিল ডিগ্রি লাভ করেন। গত ২৭ সেপ্টেম্বর বুধবার বিশ^বিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আয়োজনে ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় অধ্যক্ষ মাও: মো: আবদুল হান্নান কে এই ডিগ্রি প্রদান করেন। উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবির প্রো-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. এ.এস.এম মাকসুদ কামাল সহ সিন্ডিকেট সদস্যরা।

ঢাকা বিশ^বিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্গত আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফের অধীনে “আল-কুরআনে বর্ণিত জুলকারনাইন:ইতিহাসে তার অবস্থান” (ঔটখকঊজঘওঘঊ অঝ উঊঝঈজওইঊউ ওঘ ঞঐঊ অখ-ছটজঅঘ:ঐওঝ চখঅঈঊ ওঘ ঐওঝঞঙজণ) বিষয়ে এম, ফিল গবেষণা করার জন্য আবদুল হান্নান কে উক্ত ডিগ্রি প্রদান করেন।

তিনি সবার নিকট দোয়াপ্রার্থী, যেন দেশ ও জাতির জন্য বড় অবদান রাখতে পারেন।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ