নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী,ছাত্রলীগ নেতা সহ আহত ৩

প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২২

নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী,ছাত্রলীগ নেতা সহ আহত ৩

মোঃ সাইফুল ইসলাম-  নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী তালতলা বাজারে ফ্যামিলি ফুড এন্ড কনফেকশনারিতে পহেলা সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে ফ্যামিলি ফুড এন্ড কনফেকশনারির স্বত্বাধিকারী আবুল খায়েরের উপর একই গ্রামের জাফর হাজারীর ছেলে কিশোর গ্যাং লিডার নাজমুল হাজারী বাবুসহ ৩-৪ জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র দা রড হকিস্টিক দিয়ে হামলা করে গুরুতর আহত করে। এ সময় আবুল খায়েরকে রক্ষা করতে গেলে একই গ্রামের বশীর মিয়া, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরুল হক নুরু গুরুতর আহত হয়। অভিযোগ সূত্রে জানা যায়; বখাটে কিশোর গ্যাং লিডার নাজমুল হাজারী বাবু ৩-৪ জন বখাটেদের নিয়ে ফ্যামিলি ফুড এন্ড কনফেকশনারিতে এসে আবুল খায়েরের ছেলে মাসুদকে খুঁজলে তিনি বলেন আমার ছেলে প্রতিদিনের ন্যায় তার কর্মস্থলে চলে গিয়েছে, একথা বলার সাথে সাথেই বখাটে নাজমুল হাজারী বাবু আমাকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কোপানো শুরু করে আমি তাকে ধরে ফেলি আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন দৌড়ে আসে এবং তাকে হাতেনাতে ধরে।

এ ঘটনার খবর শুনে সাথে সাথে স্থানীয় মেম্বার মাহবুবুল হক এসে বখাটে নাজমুল হাজারী বাবুকে জিজ্ঞাসা করলে তার কলা ধরে তাকেও আঘাত করে। এ বিষয়ে এলাকাবাসী সাংবাদিকদের বলেন;নাজমুল হাজারী বাবু আগ থেকে উশৃঙ্খল এবং বখাটে সে স্কুলের মেয়েদেরকে উত্তপ্ত করে মদ, গাজা ইয়াবার সাথে সম্পৃক্ত রয়েছে ,আমরা আইনের মাধ্যমে তার শাস্তি দাবী করি। এ বিষয়ে চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন;আমি বিষটি শুনেছি তারা যদি অভিযোগ করে যথাযথ ব্যবস্থা নেব। নাজমুল হাজারী বাবুর মা নাসরিন বেগম সাংবাদিকদের বলেন; আবুল খায়েরের ছেলে মাসুদের সাথে আমার ছেলের কথা কাটাকাটি হয় এটাকে সূত্র করেই ঝামেলা সৃষ্টি হয় আমি সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করার জন্য সমাজপতিদের কাছে জানিয়েছি। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন; এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে ,আমি এসআই রিয়াদকে ঘটনা তদন্ত করে সত্যতা পেলে আসামীকে অ্যারেস্ট করে জেলহাত প্রেরণ করার নির্দেশ দিয়েছি।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ