নাঙ্গলকোটে কঠোর লকডাউনে প্রশাসনের অভিযান অব্যাহত

প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২১

নাঙ্গলকোটে কঠোর লকডাউনে প্রশাসনের অভিযান অব্যাহত

মাঈন উদ্দিন দুলাল-  করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নে ঝড় বৃষ্টি উপেক্ষা করে  নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ভোর থেকে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাস্থ্য বিধি না মানায় ৩ মামলায় ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে জনসচেতনতায় বিভিন্ন এলাকার মসজিদে নির্বাহী অফিসারের উপস্থিতিতে মাইকিং করে সবাইকে সচেতন করা, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন, লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভোর থেকেই উপজেলর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মসজিদের মাইকে ঘোষণা করা, মাস্ক বিতরণ, বেকার, দুঃস্থ ও কয়েকজন বৃদ্ধকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে সেনা, পুলিশ ও আনসার বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান করছে। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান তিনি।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ