নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩

নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

স্টাফ রির্পোটার: নাঙ্গলকোট উপজেলার সাবিত্রা ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান্নোয়নে (২৭.০৯.২৩) বুধবার বিদ্যালয় মিলনায়তনে এক অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিক্ষক মো: শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, শামছু্িদ্দন আহমেদ পাটোয়ারী, মো: জহিরুল ইসলাম মজুমদার। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন- নুরুল আলম, নায়মুখ জান্নাত (মিলি) প্রমুখ।

আলোচনাও মতবিনিময় সভায় শিক্ষকেরা- ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে বেশ কিছু বিষয়ের প্রতি গুরুত্বারোপ করা হয়। যেমন শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে সতর্কতা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়া, অভিভাবকগণ তাদের লেখাপড়ার বিষয়ে আরো আন্তরিক হওয়া, তাদের খাওয়া-দাওয়া ও স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা, বাড়িতে নিয়মিত লেখাপড়া করছে কিনা শিক্ষকদের জানানো, শিক্ষার্থীদের যেন কোন বখাটে ছেলের সাথে না মিশতে পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া, ছেলেমেয়েদের সাথে প্রতিটি বাবা-মা বন্ধুসুলভ আচরণ করা, লেখাপড়া সংক্রান্ত যে কোন বিষয়ে শ্রেণি শিক্ষক বা প্রধান শিক্ষকের প্রতি যোগাযোগ করা। শিক্ষকগণ মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করেন যাতে কমপক্ষে রাত ১০ টা পর্যন্ত তাদের সন্তানদের পড়ালেখা করার সময় টেবিলের পাশে বসে থাকেন বা সতর্ক দৃষ্টি রাখেন।’

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ