জোড্ডা পূর্বে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুন ৭, ২০২২

জোড্ডা পূর্বে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫

মাঈন উদ্দিন দুলাল-নাঙ্গলকোটের পশ্চিম হাসানপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুর রশিদ ভ‚ঁইয়ার ছেলে মাসুদ আলম (২৫), আব্দুল জলিল ভ‚ঁইয়া (৩২), তার স্ত্রী তাহমিনা বেগম ও সিরাজ ভ‚ঁইয়ার ছেলে হাবিবুর রহমান ভ‚ঁইয়া (২৫)। আহতদের মধ্যে হাবিবুর রহমানের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় প্রতিপক্ষ জলিল ভ‚ঁইয়ার বাড়ী ঘরে হামলা করে মোটর সাইকেল ভাংচুর, নগদ ৩লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুটে নেয় বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর ভ‚ঁইয়া বাড়ীর মৃত আলী মিয়া ভ‚ঁইয়ার ছেলে নুর মিয়া ভ‚ঁইয়া, ইউনুছ মিয়া ভ‚ঁইয়া, মৃত সিরাজ ভূঁইয়ার ছেলে হাবিবুর রহমান ভ‚ঁইয়ার সাথে আলী মিয়ার বড় ছেলে আব্দুর রশিদ ভ‚ঁয়ার ছেলে আব্দুল জলিল ভ‚ঁইয়া ও মাসুদ ভ‚ঁইয়ার দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধের জেরে মঙ্গলবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আব্দুল জলিল ভূঁইয়া জাতীয় জরুরী সেবায় ফোন করলে নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ হানিফ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ হানিফ বলেন, উভয় পক্ষের মাঝে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘ দিনের, আদালতে তাদের একাধিক মামলা রয়েছে। সংঘর্ষের পর ঘটনাস্থলে গিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে। মারামারির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ