ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে জেলা প্রশাসক কুমিল্লা

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে জেলা প্রশাসক কুমিল্লা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
বিভিন্ন দপ্তরে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। সরকার আপনাদের বেতন ১২৩ গুন বৃদ্ধি করেছে। আপনারা আপনাদের পরিবার এবং সন্তানদের হালাল খাওয়ানোর চেষ্টা করুন। যদি হালাল খাওয়ান তাহলে সন্তানরা আপনার কাজে লাগবে। ঘুষ খেতে হলে পরিবারের সকল সদস্যের অনুমতি নিয়ে খান। দ্রুত সময়ের মধ্যে ভ্রাম্যমান এলপিজি গ্যাস বিক্রি বন্ধের নির্দেশ দেন। সোমবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এসব কথা বলেন।
তিরি আরো বলেন নারীদের মেধাকে উৎপাদনশীল কাজে ব্যবহার করতে হবে। মাটির টপ সয়েল কাটা বন্ধ করুন, তাহলে উৎপাদন বাড়বে। মাটির টপ সয়েল কেটে নিলে ওই মাটি উৎপাদনক্ষম হতে কমপক্ষে ১০ বছর সময় লাগে। সবাইকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। নির্বাচন হবে শত ভাগ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ। প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্টেট দায়িত্বে থাকবে। আমি পৌর নির্বাচনে সারাদিন নাঙ্গলকোটে উপস্থিত থাকবো।
অনুষ্ঠানে উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু ইউসুফ বলেন, বঙ্গবন্ধুর ১৯৭৫ সালের ১১ জানুয়ারী কুমিল্লা সেনা নিবাসে তার বক্তব্যে বলেন জনগণের টেক্সে পরিচালিত সরকারী কর্মকর্তারা জনগণকে মর্যাদা দিয়ে কাজ করতে হবে। সেই ভাষণের আলোকে বর্তমান প্রশাসনের কর্মকর্তারা যেন পরিচালিত হয় সে বিষয়ে লক্ষ রাখতে হবে।
অধ্যক্ষ সায়েম মাহবুব তার বক্তব্যে জেলা প্রশাসককে বলেন, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রশাসন পরিচালনায় দক্ষতা ও নতুনত্ব দিয়ে কুমিল্লাবাসীকে ধন্য করার আহবান জানান। পাশাপাশি ধুলা ও ট্রাক্টর মুক্ত নাঙ্গলকোট এবং বেশী গতির ইন্টারনেট সার্ভিস, ভ্রাম্যমান এলপিজি বিক্রি বন্ধ, আধুনিক ডাক বাংলো স্থাপনের দাবী জানান।
মেয়র আব্দুল মালেক বলেন, নাঙ্গলকোট অর্থমন্ত্রীর আন্তরিকতায় শতভাগ বিদ্যুৎ এবং দৃষ্টি নন্দন পৌরসভা রুপান্তরিত হয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া বলেন, নাঙ্গলকোটের সর্বত্র এখন উন্নয়নের জোয়ার। শত কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলমান। শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুতে ব্যাপক সফলতা এসেছে।
নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত বখতিয়ার উদ্দিন চৌধুরী ১৬টি ইউনিয়নে ৭৫ জন গ্রাম পুলিশ নিযোগের দাবী জানান।
চেয়ারম্যান সমিতির সভাপতি আবু তাহের চেয়ারম্যান গ্রাম আদালতের ক্ষমতা ৭৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার দাবী জানান।
ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির বলেন, ইউনিয়ন পরিষদের সচিব নিয়োগ বন্ধ থাকায় ডিজিটাল কার্যক্রম’সহ গুরুত্বপূর্ণ কাজ সমূহ স্থবির হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহি অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, সহসভাপতি অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, নাঙ্গলকোট কারিগরি বানিজ্য কলেজ অধ্যক্ষ সায়েম মাহবুব, উপজেলা আ’লীগ সহসভাপতি আবুল খায়ের আবু, মেয়র আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, মৌকরা ইউপি চেয়ারম্যান আবু তাহের, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা প্রমুখ।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ