গৃহহীন ও ভূমিহীন পরিবারমুক্ত উপজেলা ঘোষণা নাঙ্গলকোটে ৩০ গৃহহীন পরিবারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

গৃহহীন ও ভূমিহীন পরিবারমুক্ত উপজেলা ঘোষণা নাঙ্গলকোটে ৩০ গৃহহীন পরিবারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

মাঈন উদ্দিন দুলাল-
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে ৩০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবারবার সকালে নাঙ্গলকোট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পরিবার গুলোর মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পর্যন্ত নাঙ্গলকোট উপজেলায় ২৮৩ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়। বুধবার ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তরের মাধ্যমে সারা দেশের ৩৩৪টি উপজেলার ন্যায় নাঙ্গলকোট উপজেলাও গৃহহীন ও ভূমিহীন পরিবারমুক্ত হলো।
নাঙ্গলকোটে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব, নাঙ্গলকোট প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, উপজেলা কৃষি অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা শামীমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, আদ্রা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ