অসুস্থ কবি এস এম আবুল বাশারকে দেখতে গেছেন ‘একটু হাসি পরিবার’

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩

অসুস্থ কবি এস এম আবুল বাশারকে দেখতে গেছেন ‘একটু হাসি পরিবার’

প্রেস বিজ্ঞপ্তি: বার্ধক্যজনিত রোগে অসুস্থ কবি ও কলামিস্ট এস এম আবুল বাশারকে সোমবার দুপুরে দেখতে কবির বাসভবন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কালেম গ্রামের বাড়িতে যান একটু হাসি ফাউন্ডেশনের সমন্বয়ক আজিম উল্যাহ হানিফ ও সদস্য মো: মহসীন ভূইয়া। এসময় ওনার অসুস্থতার খবরাখবর নেন। কবি এস এম আবুল বাশার দীর্ঘকাল ধরে দেশব্যাপী নানান সামাজিক-সেচ্ছাসেবী-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এস এম আবুল বাশার ১৯৩৫ সালের ৭ মার্চ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার কালেম গ্রামে জন্ম গ্রহণ করেন। পাকিস্তানের সংবিধান রচনাকে কেন্দ্র করে একটি কবিতা লিখে ঝড় তুলে দেন তখন। সেই ১৯৫৬ সাল থেকেই বর্তমান ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ৬৭ বছর ধরে লেখালেখি করে আসছেন। তিনি কবিতা,গান, গল্প, নাটক, ছড়া, উপন্যাস, নাঙ্গলকোটের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, ভারত ভাগের ইতিহাস, কুমিল্লা জেলার ইতিহাস রচনা করেছেন। তার মোট প্রকাশিত গ্রন্থ ২টি। যৌথ প্রকাশিত গ্রন্থ ২ শতাধিক। উল্লেখ্য যে, এস এম আবুল বাশার এক মেয়াদে ‘একটু হাসি ফাউন্ডেশন’র নিবার্হী পরিচালকের দায়িত্ব পালন করেন।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ