ছাদেক চেয়ারম্যানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১

ছাদেক চেয়ারম্যানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি-  নাঙ্গলকোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বহু মসজিদ, মাদাসা, মক্তব, স্কুল-কলেজের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রয়াত আলহাজ্ব ছাদেক হোসেনের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকীতে চেয়ারম্যান সাদেক হোসেনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন নাঙ্গলকোট প্রেসক্লাব। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা অধ্যক্ষ সায়েম মাহবুব, সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন দুলাল, সহ-সভাপতি আবুল খায়ের, সহ-সাধারণ সম্পাদক বারী উদ্দিন আহমেদ বাবর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, প্রচার সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুস, ক্রিড়া সম্পাদক সাহাদাত হোসেন, সদস্য মাস্টার শোহরাব হোসেন, রতন মজুমদার, আলহাজ্ব ছাদেক হোসেন চেয়ারম্যানের ছেলে অধ্যক্ষ জাকির হোসেন, এডভোকেট শাহাদাত হোসেন দুলাল, সমাজ সেবক মোশারফ হোসেন রুবেল প্রমুখ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ছাদেক চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে নাঙ্গলকোট পৌরসভার অশ্বদিয়া চেয়ারম্যান বাড়ী জামে মসজিদে ইসালে ছাওয়াব মাহফিল আয়োজন করা হয়। মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মৌকরা দরবারের পীর শাহ মুহাম্মদ নেছার উদ্দিন ওয়ালী উল্লাহী। বিশেষ মেহমান হিসেবে ওয়াজ করেন তিলিপ দরবারের পীর আবু ছালেহ মুহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, অধ্যাপক মাওলানা বিল্লাল হোসেন মালিকি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ