নাঙ্গলকোটে সন্তানের প্রতারণায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব পিতা

প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩

নাঙ্গলকোটে সন্তানের প্রতারণায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব পিতা

মোঃ সাইফুল ইসলাম-  নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন দাসনাই পাড়া আতাউর রহমান মোল্লার বড় ছেলে বাহরাইন প্রবাসী জসিম উদ্দিন মোল্লা ও তার স্ত্রী প্রতারণা করে দুই ভাইয়ের সম্পত্তিসহ ৩৬শতক সম্পত্তি দলিল করে নেয় পিতা আতাউর রহমান মোল্লার কাছ থেকে।

 

এবিষয়ে ভুক্তভোগী আতাউর রহমান মোল্লা বলেন;আমার ছেলে জসিম উদ্দিন ও তার স্ত্রী আমাকে মৃত্যুর আগ পর্যন্ত দেখাশুনা করবে বলে আশ্বাস দেয় এবং আমার কাছে জমানো ২ লক্ষ ৪০ হাজার টাকা ছিলো, তাও বাড়িতে এসে জসিম আমার কাছ থেকে ধার হিসেবে নেয়। সম্পত্তি ও টাকা নেওয়ার পর থেকে আমার সাথে কোন যোগাযোগ নেই। আমার কোন খোঁজখবর ও নেয় না জসিম ও তার স্ত্রী।

 

রাতের অন্ধকারে তারা দুই জন কোথায় যেন পালিয়ে যায়। তাদের কোন খোঁজ খবর ও পাচ্ছিনা। আমার ৩ ছেলে জসিম, খোকন ও মহিন, তাদের দুই ভাইয়ের সম্পত্তিসহ জসিম প্রতারণা করে লেখে নেয়। আমি এলাকায় ও স্থানীয় প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, আমার বাকি দুই ছেলে না দেখলে হয়তো আমি না খেয়ে অনাহারে মরে যেতাম। আমার নামে এখন ১শতক সম্পত্তি ও নেই, সব জসিম প্রতারণা করে নিয়ে যায়।

 

এবিষয়ে জসিমের ছোট ভাই মহিন ও স্থানীয় এলাকাবাসী বলেন;আমার বাবা সরল স্বভাবের মানুষ, আমার বড় ভাই জসিম ও তার স্ত্রীর প্রতারণা ও জালিয়াতি করে আমার বাবার কাছ থেকে টাকা ও সম্পত্তি নিয়ে নেয় এবং এলাকাবাসী বলেন আমরা জালিয়াতি ও প্রতারণার সুষ্ঠু বিচার চাই।

 

জসিম উদ্দীনকে মুঠোফোনে কল দিয়ে ও পাওয়া যায়নি।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ