নাঙ্গলকোটে রেল লাইনে ফাটল

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৪

নাঙ্গলকোটে রেল লাইনে ফাটল
নাঙ্গলকোট প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটে হঠাৎ রেল লাইনে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে নাঙ্গলকোট  বাজার এলাকায় ১১৬ নম্বর পিলারের নিকট অফলাইনে এই ঘটনা ঘটে। জানা যায়,শুক্রবার সকালে শহিদুল ইসলাম  নামক এক আনসার কমান্ডার টহল দেওয়ার সময় রেললাইনে ফাটল দেখতে পান। তাৎক্ষণিক তিনি ৯৯৯ জাতীয় জরুরি সেবায় ফোন করেন এবং নাঙ্গলকোট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে অবহিত করেন। ওই সময় শহীদুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ লাল পতাকা নিয়ে ঘটনাস্থলে অবস্থান করেন।ঘটনার পরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিভিন্ন ট্রেন ওই লাইন দিয়ে পাঁচ কিলোমিটার বেগে ধীরগতিতে  চলাচল করে।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুতগতিতে লাইনের মেরামত কাজ করে। এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার বলেন আমার লোকজন আমাকে ঘটনা জানালে আমি তাৎক্ষণিক উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করি।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন  বলেন তীব্র শীতের কারণে রেললাইন ফেটে যেতে পারে। বিষয়টি সম্পর্কে জানার পর  দ্রুত মেরামত কাজ চলছে।ওই লাইন দিয়ে পাঁচ কিলোমিটার বেগে ধীরগতিতে ট্রেন  চালানো হচ্ছে।
Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ