নাঙ্গলকোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালিত

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

নাঙ্গলকোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালিত

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বুধবার সূর্যোদয়ের সাথে-সাথে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৩১ বার তোপ ধ্বণি, সকাল ১০টায় জাতির পিতার ম্যুরালে উপজেলা প্রসাশন, উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পণ, শিশু শিক্ষার্থীদের আঁকা আলোকচিত্র প্রদর্শন, কেক কাটা ও পরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।
উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা আ’লীগ সভাপতি রফিকুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহ সভাপতি আলী হোসেন চৌধুরী, সহ সভাপতি আবুল খায়ের আবু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ, ঢালুয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, মৌকারা ইউপি চেয়ারম্যান আবু তাহের, বাঙ্গড্ডা ইউনিয়ন চেয়ারম্যান শাহ জাহান মজুমদার, আদ্রা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম, আদ্রা দক্ষিণ চেয়ারম্যান আব্দুল ওহাব, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, হাছান মেমোরিয়াল কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়দুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হোসেন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ