নাঙ্গলকোটে পাঠদান নিশ্চিতকরণে প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

নাঙ্গলকোটে পাঠদান নিশ্চিতকরণে প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

মাঈন উদ্দিন দুলাল-
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে কার্যকরী পাঠদান নিশ্চিতকরণে প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লঅ শিক্ষা বোর্ডের উপ সচিব এ কে এম সাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি আবুল খায়ের আবু, রায়কোট উত্তর ইউপি চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সদস্য ওবায়েদুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা সভাপতি (সেলিম ভূঁইয়া) রুহুল আমিন, বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা সভাপতি (রনি) আবু বকর সিদ্দিক লিটন, মাস্টার আব্দুল গফুর মজুমদার, আবুল কাশেম মজুমদার, মেজবাহুল হক মজুমদার, আফরোজা আক্তার, ছায়েদুল হক, রবিউল হোসেন, দেলোয়ার হোসেন ভূঁইয়া, কামাল আহম্মেদ, আবুল খায়ের, মীর আহম্মেদ ভূঁইয়া, প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ নাঙ্গলকোট উপজেলা সদস্য সচিব শহিদুল্লাহ মজুমদার স্বপন।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ