বর্ণাঢ্য আয়োজনে বগুড়ার সান্তাহারে নিউজ পোর্টাল নয়া আলো ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ার সান্তাহারে নিউজ পোর্টাল নয়া আলো  ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আতিকুর হাসান সজিব, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নয়া আলোর  সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে সান্তাহার মডেল প্রেস ক্লাবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । নয়া আলো পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি আতিকুর হাসান সজীব এর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার আদমদীঘি বগুড়া প্রতিনিধি বুলবুল আহম্মেদ।

 উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দীপ্ত টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রউফ রিপন, আজকালের খবরের আদমদীঘি প্রতিনিধি সাইফ হাসান খান সৈকত, পানকৌড়ি নিউজের নওগাঁ প্রতিনিধি বিকাশ চন্দ্র,চ্যানেল ২৬ এর স্টাফ রিপোর্টার নেহাল আহম্মেদ প্রান্ত, চ্যানেল ২৬ এর ভিডিও র্জানালিস্ট শুভ চক্রবর্ত্তী সহ ইলেকট্রনিক, প্রিন্ট ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে সকলকে নিয়ে কেক কাটা হয়। এর আগে প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহম্মেদ নয়া আলো পত্রিকার আদমদীঘি প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ