নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের মত বিনিময়

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১

নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের মত বিনিময়

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের মত বিনিময় সভা সোমবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক নাঙ্গলকোট এ আর সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল খায়ের আবু।
বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও স্কাউট সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, রায়কোট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান ও মাহিনী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সভাপতি উত্তর শাকতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাশিস কুমিল্লা জেলা সহসভাপতি চান্দগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক লিটন, জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহ।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ