একবার হারালেই সব হয় অচেনা  রুমানা আক্তার রত্না 

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৪

একবার হারালেই সব হয় অচেনা  রুমানা আক্তার রত্না 
একবার হারালেই সব হয় অচেনা 
রুমানা আক্তার রত্না 
চলতে চলতে যে রাস্তা সুগঠিত হয়
সেই রাস্তায় না হাটলেও
একদিন ঘাস-বনের জন্ম হয়।
ভালোবাসি বলে ব্যস্ততার অজুহাত
দেখিয়ে যোগাযোগ বন্ধ করলে
সেই সম্পর্ক আর আগের মত থাকেনা।
কারণ পুড়তে পুড়তে হৃদয় যদি ভস্ম হয়-
ভস্ম জিনিস আগের মত আর
আগুনের তাপে পুড়ানো যায় না।
একদিন আপনি বলেছিলেন ব্যস্ততা
কারণ মাত্র ইচ্ছে থাকলে সব হয়
যোগাযোগ বন্ধ হলেই মানুষ,
মানুষকে ভুলে যায় না, সত্যি।
একবার দূরে যাওয়া মানুষের কাছে
নিজেকে আর আগের মত প্রকাশ-ও
করা যায় না, এটাও কিন্তু মিথ্যা না !
তাইতো এখন আর হারিয়ে যাওয়া
মানুষটাকে আগের মত খুঁজিনা
আমিও এখন বুঝতে পারি
আপন মানুষ কখনও হারায় না।
পরিচিতি: 
নাম: রুমানা আক্তার রত্না 
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ। 

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ